Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসি’র ইমেজ ফিরিয়ে আনার তাগিদ সুশীল সমাজের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ২:৪০ পিএম

নির্বাচন কমিশন (ইসি)’র ইমেজ ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সোমবার সকাল পৌনে ১১টা থেকে কমিশনের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ চলাকালে এ তাগিদ দেন তারা। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে ৩২ জন সুশীল সমাজের প্রতিনিধি অংশ নিয়েছেন। এসময় তারা ৫ই জানুয়ারির মতো আর কোন নির্বাচন যাতে না হয় সে বিষয়ে গুরুত্বারোপ করেছেন। সংলাপে অংশ নেয়া বিশিষ্ট নাগরিকদের বেশির ভাগই নির্বাচনে সেনাবাহিনী মোতায়ানের পক্ষে মত দেন। এছাড়া নির্বাচনে ‘না’ ভোট গ্রহণেরও পরামর্শ দিয়েছেন তারা। উল্লেখ্য, গত ১৬ই জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করে। এই কর্মপরিকল্পনায় সাতটি বড় বিষয়ের ওপর কার্যক্রম নেয়ার পরিকল্পনা করে এবং এর মধ্যে বড় একটা বিষয় ছিল সংলাপ। তারই ধারাবাহিকতায় সুশীল সমাজের মাধ্যমে এই সংলাপ শুরু হয়েছে। সুশীল সমাজের ৫৯ জনের তালিকায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত, বিচারপতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইনজীবী, অর্থনীতিবিদ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক, মিডিয়া ব্যক্তিত্বসহ দেশের বিশিষ্ট নাগরিকরা রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ