Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে ১৫১জন মিলারের মধ্যে কালো তালিকাভুক্ত ১০১জন

দিনাজপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ২:৩৬ পিএম

দিনাজপুরের ফুলবাড়িতে চলতি বোরো মৌসুমে সরকারী দুটি খাদ্য-গুদামে চাল সংগ্রহ অভিযানের সরকারী সিদ্ধান্তের মাস পেরোলেও এখনও বেশিরভাগ মিলার চুক্তিবদ্ধ না হওয়ার লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশংকা দেখা দিয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়,ফুলবাড়ী সরকারী খাদ্যগুদাম ও মাদিলা হাট খাদ্য সংরক্ষণাগারের জন্য চলতি বোরো মৌসুমে মোট ৪ হাজার ৯২৬ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকারী নির্দেশনা অনুযায়ী ৫জুন হতে চাল সংগ্রহের কার্যক্রম শুরু হলেও চলবে ৩০ আগস্ট পর্যন্তু। কিন্তু এই সংগ্রহ অভিযানে ফুলবাড়ীর ১৫১জন তালিকাভুক্ত মিলারের মধ্যে উপজেলার ২টি খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মাত্র ৫০জন মিলার। বাকী ১০১জন মিলারকে কালো তালিকাভুক্ত করে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হতে পারে । তবে একাধিক সূত্রে জানা যায়,সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে চালের দাম বেশি থাকায় এসব মিলার সরকারের সঙ্গে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ না হয়ে বাজারে চাল বিক্রি করছেন।

এবিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মধু সুদন বর্মন জানান যেসব মিলার এখনও সরকারের চাল সংগ্রহ অভিযানে চুক্তিবদ্ধ হননি,তারা আগামী ছয় মৌসুম অর্থাৎ তিন বছর সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করতে পারবে না। এছাড়াও যদি কোনো মিলার চুক্তিবদ্ধ হয়েও চাল সরবরাহ না করে তবে,তারা আগামী চার মৌসুম অর্থাৎ দুই বছর সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করতে পারবে না।

ফুলবাড়ী উপজেলা চালকল-মালিক সমিতির সাধারণ সম্পাদক সামিউল আলম জানান,তারা কেন্দ্রীয় চালকল মালিক সমিতির পক্ষে প্রতি কেজি চালের দাম বাড়িয়ে ৩৮টাকা এবং চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য প্রস্তাব করেছেন। কিন্তু সরকার চুক্তির মেয়াদ বৃদ্ধি করলেও চালের দাম পূণ-নির্ধারন করেনি। ফলে লোকসান দিয়ে মিল মালিকরা সরকারী গুদামে চাল সরবরাহে সম্মত হয়নি।

ফুলবাড়ী পৌর সরকারী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আল হাসান জানান,তার গুদামে ৫০ জন মিলার চুক্তিবদ্ধ হয়েছেন। এ পর্যন্ত মাত্র ১২০০টন চাল সংগ্রহ হয়েছে। এদিকে মাদিলা হাট খাদ্য গুদামে ১৮জন মিলার চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ