Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শর্ত সাপেক্ষে কাতারের সঙ্গে আলোচনায় রাজি অবরোধ আরোপকারী ৪ দেশ

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০৯ এএম

ইনকিলাব ডেস্ক : সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপকারী ৪ দেশ শর্ত সাপেক্ষে সঙ্কট সমাধানে আলোচনায় বসতে রাজি। গতকাল বাহরাইনে সউদী আরবের নেতৃত্বাধীন ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। ৫ জুন সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এতে করে কাতার পানিপথ, স্থল ও আকাশপথে অবরুদ্ধ হয়ে পড়ে। সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে সউদী নেতৃত্বের অভিযোগে এ অবরোধ আরোপ করা হয় কাতারের বিরুদ্ধে। যদিও কাতার এ অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র, কাতার, যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যস্ততাও সংকট মীমাংসার দিকে আগায়নি।

শনি ও রোবববার কাতার ইস্যুতে আলোচনার জন্য বাহরাইনের মানামেতে বৈঠকে বসেন চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল বৈঠক শেষে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল-খালিফা বলেন, শর্ত সাপেক্ষে চার দেশ কাতারের সঙ্গে আলোচনায় রাজি। আলোচনায় বসার আগে কাতারকে সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থায়ন ও সমর্থন বন্ধের প্রতিশ্রæতি, অন্য দেশের পররাষ্ট্র বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রæতি এবং ১৩টি শর্তের বিষয়ে জবাব দিতে হবে।
এর আগে গতকাল কাতারের বিরুদ্ধে চার দেশ নতুন নিষেধাজ্ঞার ঘোষণা করতে পারে বলে খবর পাওয়া গিয়েছিল। তবে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর শর্ত সাপেক্ষে আলোচনার ঘোষণায় নতুন কোনও নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়নি।
সর্বশেষ গত সপ্তাহে আরব দেশগুলো সন্ত্রাসবাদে জড়িত আখ্যায়িত করে কাতার সংশ্লিষ্ট ১৮ ব্যক্তি ও গোষ্ঠীকে কালোতালিকাভুক্ত করেছে। এ তালিকার প্রতিক্রিয়ায় কাতারের যোগাযোগ বিষয়ক পরিচালক শেখ সাইফ বিন আহমেদ আল-থানি বলেছেন, এ কালো তালিকার কোনও ভিত্তি নেই। কাতারের সার্বভৌমত্ব নস্যাৎ করার জন্যই তালিকা করা হয়েছে। সূত্র : মিডল ইস্ট মনিটর।



 

Show all comments
  • Md.Harun Or Rashid ৩১ জুলাই, ২০১৭, ১২:০৮ পিএম says : 0
    আরব দেশগুলোর উচিত কোন প্রকার শত ছাড়াই কাতার এর সাথে আলোচনায় বসা এবং সমস্যা সমাধানের পথ খুজে বের করা ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ