Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনার কড়াল গ্রাস থেকে রক্ষার জন্য হাজার হাজার মানুষের মানববন্ধন

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : মেঘনার কড়াল গ্রাসে পতিত হয়েছে রায়পুরায় চরমধুয়া ইউনিয়নের বীর চরমধুয়া ও চরমধুয়া গ্রাম। গত ১০/১২ দিনে দুটি গ্রামের ২শত বাড়ী-ঘর, ২টি কবরস্থান ও ঈদগাহ মাঠ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পতিত হয়েছে আরো ৬/৭শত পরিবার ও সরকারী স্কুল, মসজিদ, মাদ্রাসা। ভাঙনের কবলে পড়ে নিহত হয়েছে শামীম নামে ৫ বছরের একটি শিশু। ২টি কবরস্থান ভাঙনের কারণে কবরের বহুসংখ্যক লাশ মেঘনার পানিতে ভেসে গেছে। লাশের মানবিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। চরমধুয়াবাসীর এই বিপর্যয় দেখার জন্য এমপি, মন্ত্রী, রাজনীতিকরা কেউ সেখানে যাচ্ছে না। শত শত বিপর্যস্ত মানুষের আহাজারীতে সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে গেছে। রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান এই মানবিক বিপর্যয়ের কথা জেলার মাসিক সমন্বয় সভায় অবহিত করার পরও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন কোন ভ্রæক্ষেপ করছে না। নরসিংদী জেলায় নদী খননের নামে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও মেঘনার ভাঙন থেকে চরমধুয়াবাসীকে রক্ষায় কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না। উপায়ান্তর না দেখে চরমধুয়া ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ নৌকাযোগে পায়ে হেটে নরসিংদী এসে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এই মাননবন্ধনের নেতৃত্ব দিয়েছেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, চরমধুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম শিকদার, এড. কাজী নজরুল ইসলাম, ইউপি মেম্বার আবুল হাসেম, ইউপি মেম্বার কুলসুম বেগম, শাহজাহান ও দুলাল মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ