Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা : ভারতের মহদিপুর স্থলবন্দরের এক্সপোর্টাস এসোসিয়েশনের সভাপতি রাম চন্দ্র ঘোষের মৃত্যুতে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে সে দেশের আমদানি-রপ্তানিকারকেরা। এ কারণে রোববার দ্বিতীয় দিনের মত আমদানি-রপ্তানি বন্ধ আছে সোনামসজিদ স্থলবন্দরে। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ জানান, শনিবার সকালে রাম চন্দ্র ঘোষ পরলোক গমন করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার আংশিক ও রোববার সারাদিন পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এতে বন্দরে সামান্য পণ্যজটের সৃষ্টি হলেও খুব অসুবিধা হবে না বলে জানান তিনি। সোমবার থেকে স্বাভাকিভাবেই পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে আশা করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ