Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌবাহিনী আন্তঃজাহাজ সুইমিং ওয়াটারপোলো প্রতিযোগিতা সমাপ্ত

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ নৌবাহিনীর আন্তঃজাহাজ/ঘাঁটি সুইমিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০১৭ নৌবাহিনী ঘাঁটি ঈসাখানের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল রোববার চট্টগ্রামস্থ বানৌজা ঈসাখান সুইমিং পুলে সমাপ্ত হয়েছে। গতকাল সমাপনী দিনে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট উপভোগ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট নয়টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী দিনে সাঁতারে বানৌজা হাজী মহসীন দল ২০১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বানৌজা ঈসা খান ও বানৌজা তিতুমীর দল ১৭৪ পয়েন্ট পেয়ে যৌথভাবে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া, ওয়াটারপোলোতে বানৌজা ঈসা খান দল ৫-৩ গোলে বানৌজা তিতুমীর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় বানৌজা হাজী মহসীন দলের এসসিপিও মোঃ আঃ হামিদ রিপন অনবদ্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় বিবেচিত হন। সমাপনী দিনের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ