Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় স্ত্রী খুন চট্টগ্রামে গ্রেফতার

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : স্ত্রীকে হত্যার অভিযোগে পাবনা থেকে চট্টগ্রামে পালিয়ে আসা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রেজাউল করিম ওরফে জুয়েল (৩৪) পাবনার সাঁথিয়া উপজেলার বাসিন্দা হলেও ঢাকার দক্ষিণ খানে থাকতেন। গতকাল (রোববার) তাকে গ্রেফতার করার কথা স্বীকার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। নগরীর খুলশীর আমবাগান এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই কর্মকর্তারা জানান, রেজাউল তার স্ত্রীকে খুন করে চট্টগ্রামে এসে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। গ্রেফতারের পর তাকে পাবনা জেলা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১৬ জুলাই পাবনার আতাইকুলা চুলকাঠি বিটের চর এলাকায় পাট ক্ষেতে গলায় ওড়না প্যাঁচানো এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। থানা পুলিশের কাছ থেকে পাবনা জেলা পিবিআই মামলাটির তদন্তভার নিয়ে মহিলার পরিচয় বের করে। লাশটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জমির উদ্দিনের মেয়ে সুখী বেগমের (৩৩) বলে শনাক্ত হয়। পুলিশ জানায়, আগে এক ব্যক্তির সাথে বিয়ের পর সুখীর ছাড়াছাড়ি হয়ে গেলে ঢাকায় জুয়েলের সঙ্গে তার বিয়ে হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ