Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকদের সমাবেশ থেকে তথ্যমন্ত্রীকে বর্জনের হুমকি

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে সচিবালয়ের সামনে সাংবাদিকদের সংগঠনগুলোর অবস্থান কর্মসূচি থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে বর্জনের হুমকি দেওয়া হয়েছে। সাংবাদিকদের নতুন বেতন বোর্ড গঠনে দেরির জন্য তথ্যমন্ত্রীকে দায়ী করে গতকাল রোববার এই অবস্থান কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবিও তোলা হয়।
নবম ওয়েজ বোর্ড গঠনে ১৫ অগাস্ট পর্যন্ত তথ্যমন্ত্রীকে সময় দিয়ে বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, তা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। এটা তথ্যমন্ত্রী যদি ঘোষণা না দেন, তাহলে সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কাছে যাবে। সাংবাদিকদের মিছিল প্রয়োজনে মালিকদের অফিস ধাওয়া করবে। যেই মালিক তার অফিসে বসে তথ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে চক্রান্ত করবেন, আবার মালিক সমিতির নেতা হবেন, তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে।
তথ্যমন্ত্রীকে হুঁশিয়ার করে তিনি বলেন, তথ্যমন্ত্রী যেখানে বসে আছেন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমরা আমাদের জাতীয় প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিতে তাকে আসতে দেব না। বাংলাদেশের কোনো প্রেসক্লাবে আপনি যেতে পারবেন না।
আমরা যখন কর্মসূচি ঘোষণা করব, তার পর থেকে সাংবাদিকদের কোনো অনুষ্ঠানে আপনি আসতে পারবেন না। সচিবালয়ে যারা সংবাদ সংগ্রহ করে করবে, কিন্তু তথ্য মন্ত্রণালয়ের কোনো সংবাদ প্রচার হবে না। বাংলাদেশের কোনো মিডিয়া আপনাকে ধারণ করবে না। কোনো পত্র-পত্রিকা আপনার খবর ছাপবে না।
অবস্থান কর্মসূচিতে ডিইউজে সভাপতি শাবান মাহমুদ বলেন, সাংবাদিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। প্রয়োজনের কাফনের কাপড় পরে তারা রাজপথে অবস্থান করবে। নোয়াব বাধা হলে প্রয়োজনে তাদের প্রতিষ্ঠানও ঘেরাও করার কর্মসূচি দেওয়া হবে।
বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, তথ্যমন্ত্রী সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড নিয়ে টালবাহানা করেছেন। ৫৭ ধারার পক্ষে অবস্থান নিয়েছেন। সাংবাদিক সমাজ এমন তথ্যমন্ত্রীকে তাদের অভিভাবক হিসেবে চায় না।
অবস্থান কর্মসূচিতে ডিইউজের সাবেক সভাপতি মোহাম্মদ রফিক, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বর্তমান সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিইউজের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, নির্বাহী সদস্য মর্তুজা হায়দার লিটন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ