Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথিবীর কোনো দেশে আ’লীগ সরকারের মতো ৫ ভাগ ভোটের গণতন্ত্র ও সরকার নেই -আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে যে কথিত গণতন্ত্র চালু করেছে, পৃথিবীর কোন দেশেই এ ধরনের গণতন্ত্র নেই। একটি বহুদলীয় গণতান্ত্রিক দেশে ১৫৫ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বাকী এমপিরা ভোট পেয়েছেন মাত্র শতকরা ছাত্র ৫ ভাগ। এমনই একটি গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে। পৃথিবীতে এ ধরনের ভোট ও ভোটারহীন গণতন্ত্র যেমন নেই, তেমনই এ ধরনের ৫ভাগী ভোটের সরকারও নেই। তিনি গতকাল বিকেলে নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার। বক্তৃতা করেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সাইদুজ্জামান, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ-সভাপতি চৌধুরী ওয়াহিদুর রহমান চয়ন, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক, নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম আপেল ও ইলিয়াছ আলী ভূইয়া, সাবেক জিএস দীপক কুমার বর্মন প্রিন্স। উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার সাম্স কেনেডি, নরসিংদী সরকারী কলেজের সাবেক এজিএস শরিফ আহমেদ, মাধবদী কলেজের সাবেক ভিপি নাছির আহমেদ, মনোহরদী থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক সামির মাহমুদ টিপু প্রমুখ।
আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন, ১১তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তবে শর্ত হচ্ছে নির্বাচনকালীন সরকার হতে হবে একটি নিরপেক্ষ সহায়ক সরকার। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নিবে না। সহায়ক সরকারের নিশ্চয়তা পেলেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিবে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মনোহরদী-বেলাব আসন থেকে আব্দুল কাদির ভূইয়া জুয়েল একজন মনোনয়ন প্রত্যাশী। দল যদি তাকে মনোনীত করে তবেই তিনি নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করবেন। দল যাকে মনোনয়ন দেয় তার পক্ষেই তিনি নির্বাচন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ