বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা,বিজিবি,পুলিশ,মোতায়েন
কাপ্তাই(রাঙ্গামাটি)উপজেলা সংবাদদাতা : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাপ্তাই নুতনবাজার ও সিএনজি সমিতির মধ্যে একটি অবৈধ সিড়িঁ স্থাপনকে কেন্দ্র করে হামলা। হামলায় বাজার সমিতির সভাপতি এবং সিএনজি সমিতির সম্পাদকসহ পাঁচ জন ব্যবসায়ী আহত হয়। পরিস্থিতি সামাল দিতে সেনা, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে আনে। জরুরী বৈঠকে উক্ত সিড়িঁটি ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ। এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে। বিশ ঘন্টা দোকান পাঠ বন্ধ রাখা হয়।
জানাযায় কাপ্তাই নতুনবাজার বণিক সমিতির পাশে এবং সরকারি স্থাপনার এবং সাধারন লোকজন চলাচলের জায়গার উপর সিএনজি সমিতির লোকজন অবৈধ একটি সিড়িঁ সাধারন লোকদের চলাচলের স্থানে আর একটি সিড়িঁ বসিয়ে সিএনজি সমিতির নির্মাণ কাজ করা হয়। উক্ত অবৈধ সিড়িটি তুলে ফেলার জন্য বাজার সমিতি কয়েক দফা নিষেধ করার পর তা কর্ণপাত করেনি বলে বাজার সমিতি অভিযোগ করেন। জানাযায়, গত শনিবার দু’পক্ষের মধ্যে সিড়িঁ নিয়ে শুরু হয় টানা হেছড়া। হাতা-হাতি। এ সময় হামলায় নতুন বাজার সমিতির সভাপতি সাগর চক্রবত্তী, যুগ্নসম্পাদক লিটন বড়ুয়া, ব্যবসায়ী শহিদ, আবুল কাশেম,সুমন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য রাতে সেনাবাহিনী,বিজিবি,পুলিশ,ও স্থানীয় প্রশাসন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে সেনা ও বিজিবি চলে যায়।
বাজার সমিতির সভাপতি সাগর চক্রবর্ত্তী বলেন,অবৈধ সিড়িঁ নির্মাণে বাঁধা দেওয়ায় আমাকে এবং আমার ব্যবসায়ীর ওপর দোকানপাট লুট করার জন্য হামলা, বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এসময় আমাকে সিএনজি সমিতির লোকজন হামলা, শারীরিক লাঞ্ছনা করে। হামলা এবং অবৈধ সিড়িঁ অপসারনের জন্য দোকানপাঠ গত শনিবার সন্ধ্যা ৭টা হতে (রোববার) বিকাল ৩টা পযন্ত বন্ধ রাখা হয়। এদিকে কাপ্তাই সিএনজি সমিতির সভাপতি আব্দুস সোবাহান এবং সম্পাদক ইমান আলী প্রতিনিধিকে বলেন,আমরা সিড়িঁটি সাময়িক ভাবে স্থাপন করেছি। আমাদের নির্মাজ কাজ শেষ না হওয়া পর্যন্ত। আমরা ঐ সিড়িঁটি কাজ শেষে তুলে নেওয়ার অঙ্গীকার করি কিন্তু তা না করে হঠ্যাৎ বাজার সমিতির লোকজন সিড়িঁটি জোর করে তাদের অফিস কার্যালয়ে নিয়ে যায়। এ সময় প্রতিবাদ করা হলে সিএনজি সমিতির সম্পাদক ইমাম আলীকে মারধর করা হয় বলে সিএনজি সমিতির সভাপতি আব্দুস সোবাহান অভিযোগ করেন।
সমস্যা সমাধানের জন্য কাপ্তাই উপজেলা প্রশাসন দু’পক্ষকে নিয়ে গতকাল(রোববার) উপজেলা কার্যালয়ে এক জরুরী সভা ডাকা হয়। প্রশাসন দু’পক্ষের বক্তব্য শুনে সিএনজি সমিতির লোকজনকে ২৪ঘন্টার মধ্যে লোহার সিড়িঁটি সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করে এবং নির্বাহী কর্মকর্তা বলেন,আগামি ১লা আগস্ট ১৭ইং আমরা প্রশাসনের লোকজন বাজারে সরজমিনে তদন্ত করব । বর্তমানে নতুনবাজার এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।