Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএই’র পোশাক সম্পর্কিত কর্মশালা সিরিজ শুরু

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার: বেসরকারী প্রতিষ্ঠান ‘বাংলাদেশ এ্যাপারেল এক্সচেঞ্জ’ (বিএই) পোশাক শিল্পের প্রসার ও উন্নয়নের লক্ষ্য নিয়ে জ্ঞাননির্ভর এক কর্মশালা সিরিজ শুরু করেছে। বিইএ সিরিজের প্রথম কর্মশালাটি গত শনিবার ঢাকায় আয়োজন করা হয়। প্রথম কর্মশালার বিষয়বস্তু ছিল ‘কিভাবে বিশ্বমানের নিজস্ব ব্র্যান্ড তৈরি করা যায় এবং ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের নিকট তা সরাসরি বিক্রয় করা যায়’। কর্মশালার শুরুতে বাংলাদেশ এপারেল এক্সচেঞ্জ (বিএই) এর ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বিএই এর উদ্যোগ সম্পর্কে একটি উপস্থাপনা করা হয়। বিএই’র প্রতিষ্ঠাতা এবং সিইও মোস্তাফিজ উদ্দিন কর্মশালা পরিচালনা করেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের পোশাক ব্র্যান্ড প্রতিষ্ঠার পাশাপাশি কিভাবে এ সকল ব্র্যান্ডের পণ্যসমূহ পশ্চিমা ক্রেতাদের নিকট সরাসরি বিক্রয় করা যায় সে প্রাসঙ্গিক জ্ঞানের সাথে উদ্যোক্তা ও সংশ্লিষ্ঠদের পরিচিত করাই এই কর্মশালা আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, বাংলাদেশের উদ্যোক্তাগণ যদি তাদের ব্যাবসায়ীক দক্ষতা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে সক্ষম হবে। প্রথম বাংলাদেশি হিসাবে মোস্তাফিজ উদ্দিন ‘মেইড ইন বাংলাদেশ’ খচিত তার নিজস্ব ডেনিম ব্র্যান্ড ‘বøু এক্স অনলি’ ১৯৯৯ সাল থেকে সাফল্যের সাথে ইউরোপের বাজারে রপ্তানি করে আসছেন। বিভিন্ন পোশাক কারখানার মালিক ও কারখানার উচ্চপদস্থ কর্মকর্তাসহ মোট ২০০ জন এই কর্মশালায় অংশগ্রহণ করেন। আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘মার্কেটিং বেস্ট জার্নি টু এপারেল ট্রেড ফেয়ারস’ শীর্ষক সিরিজের পরবর্তী কর্মশালা। এতে আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলাসমূহে অংশগ্রহণের সুবিধা কি কি এবং তা কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে উক্ত কর্মশালায় আলোকপাত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ