Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আত্মহত্যা নয় খুন করা হয় ছাত্রলীগ নেতা দিয়াজকে
চট্টগ্রাম ব্যুরো: আত্মহত্যা নয় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দ্বিতীয় ময়নাতদন্তে এমন রিপোর্ট দেয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন মামলার তদন্তকারী সংস্থা সিআইডি’র চট্টগ্রাম শাখায় পাঠানো হয়েছে। দ্বিতীয় ময়নাতদন্ত কর্মকর্তা ও ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার সিআইডি আমাদের কাছ থেকে প্রতিবেদন নিয়ে গেছে। তবে প্রতিবেদনে কি আছে সে সম্পর্কে কিছুই বরতে রাজি হননি তিনি।
গতকাল (রোববার) আলোচিত এ ঘটনার তদন্ত কর্মকর্তা ও সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদন এখনো হাতে পাইনি। তবে ময়না তদন্তকারী চিকিৎসক বলেছেন দিয়াজের মৃত্যু শ্বাসরোধজনিত হত্যাকান্ড। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দিয়াজ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। গত বছরের ২০ নভেম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকার বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর দিয়াজের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের টেন্ডার নিয়ে জটিলতার জেরে দলীয় প্রতিপক্ষ দিয়াজকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।
এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ময়নাতদন্তের পর ২৩ নভেম্বর চিকিৎসকরা দিয়াজ আত্মহত্যা করেছেন বললেও তাতে আপত্তি জানান দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী। প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান করে ২৪ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা টিপু ও সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন দিয়াজের মা। পরবর্তীতে আদালতের নির্দেশে দ্বিতীয় ময়নাতদন্তের জন্য দিয়াজের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় ময়নাতদন্তের পর চিকিৎসকরা দিয়াজের দেহে জখম পাওয়ার কথা জানান। গত ২০ মার্চ ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে ফরেনসিক বিভাগের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেছিলেন, একমাসের মধ্যে দিয়াজের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ