বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা: মিরপুরের বিহারী ক্যাম্পে গতকাল রোববার বেলা ১১টার দিকে ফের উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএনসিসি। মিরপুর ১১ নং সেকশনের এভিনিউ ৬, ৫ নং ওয়ার্ডের মাদরাসা ক্যাম্পে এই উচ্ছেদ অভিযানে বিহারীদের অন্তত ৪৪টি পরিবারের ঘর-বাড়ী ও ১৫০টি দোকান-পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বিহারীরা বলেন, আমরা ১৯৭১ সাল থেকে এই ক্যাম্পগুলোতে বসবাস করছি। এই ক্যাম্প ছাড়া আমাদের বসবাসের জন্য জায়গা নেই। এখন এটাকে রাস্তা বলা হচ্ছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে, আমরা রাস্তায় আসিনি বরং নতুন পরিকল্পনার কারণে রাস্তা আমাদের উপর চলে আসছে। আমাদের পুনর্বাসন করার কথা থাকলেও তা করা হয়নি। এখন আমাদের খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।