Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গার্লস ট্রিপ

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ম্যালকম ডি. লি পরিচালিত কমেডি ফিল্ম ‘গার্লস ট্রিপ’। ‘দ্য বেস্ট ম্যান’ (১৯৯৯), ‘আন্ডারকাভার ব্রাদার’ (২০০২), ‘রোল বাউন্স’ (২০০৫), ‘ওয়েলকাম হোম রস্কো জেনকিন্স’ (২০০৮), ‘সোল মেন’ (২০০৮), ‘দ্য বেস্ট ম্যান হলিডে’ (২০১৩) এবং ‘বারবার শপ : দ্য নেক্সট কাট’ (২০১৬) লি পরিচালিত চলচ্চিত্র।
তার আত্মোন্নয়নমূলক বই ‘ইউ ক্যান হ্যাভ ইট অল’ প্রকাশের সময় তাকে নিউ অর্লিন্সের বার্ষিক এসেন্স ফেস্টিভ্যালে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানান হলে রায়েন পিয়ার্স (রেজিনা হল) তার তিন কলেজ বান্ধবীকে তার সঙ্গে যোগ দিতে বলে যাদের সঙ্গে পাঁচ বছর তার দেখা নেই। সাশা (কুইন লাটিফা), লিসা (জেডা পিঙ্কেট স্মিথ) আর ডিনা’র (টিফানি হ্যাডিশ) সঙ্গে রায়েনের দলটিকে একসময় বলা হত ফ্লসি পসি। কিন্তু বন্ধুত্বকে যেভাবে নতুন করে আবিষ্কার করার কথা ছিল তা হয় না। তারা জানতে পারে রায়েনের স্বামী ফুটবল তারকা স্টুয়ার্ট (মাইক কোল্টার) স্ত্রীর প্রতি বিশ্বস্ত নয়। প্রিয় বান্ধবীর ঘর ঠিক করার জন্য অন্য তিন জন উঠে পড়ে লাগে। পাশাপাশি তারা সেই কলেজের উদ্দাম জীবনে ফিরে যায় আবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ