Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিপস্টিক আন্ডার মাই বুরখা

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সামাজিক প্রথার বিরুদ্ধে চার নারীর অবস্থানের গল্প। এদের প্রথম জন শিরিন (কঙ্কনা সেন শর্মা), যার স্বামী সৌদি আরব থাকে, মাঝেমধ্যে দেশে থাকে তার তাকে দাসীর মত ব্যবহার করে। জানে অনুমতি দেবে না বলে স্বামীকে না জানিয়েই সে চাকরি করে। লীলা (অহনা কুমরা) একজন বিউটিশিয়ান। নিজের অমতে মায়ের চাপে বিয়ে করলেও সে ভালবাসে আরশাদকে (বিক্রান্ত মাসসি)। লীলা আর আরশাদ পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করে। তৃতীয় জন কলেজ ছাত্রী রিহানা (প্লাবিতা বরঠাকুর)। বাবা-মা তাকে দিয়ে জোর করে রাতে বোরখা সেলাই করায়। নিজেই সে বোরখা পরে তবে নিচে থাকে ডেনিম, বুট আর মাইলি সাইরাস টপ, ঠোঁটে থাকে দামী লিপস্টিক- যার সবই শপিং মল থেকে চুরি করা। তার প্রিয় গান লেড যেপেলিনের ‘স্টেয়ারওয়ে টু হেভন। শেষ জন ৫৫ বছর বয়সী বুয়া জি (রত্মা পাঠক)। উপাসনায় মশগুল থাকর কথা থাকলেও সে হঠাৎ সাঁতার শেখা শুরু করে আর রাতে তার প্রশিক্ষকের সঙ্গে উত্তেজক আলাপ করে, আর ভাণ করে সে একজন তরুণী।

হলিউড শীর্ষ পাঁচ
১। ডানকার্ক
২। ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দি এইপস
৩। গার্লস ট্রিপ
৪। স্পাইডার-ম্যান : হোমকামিং
৫। ভ্যালেরিয়ান অ্যান্ড দ্য সিটি অফ দ্য থাউজন্ডে প্ল্যানেটস

বলিউড শীর্ষ পাঁচ
১। মুন্না মাইকেল
২। লিপস্টিক আন্ডার মাই বুরখা
৩। জাগ্গা জাসুস
৪। মম্
৫। টিউবলাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ