Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে আওয়ামী লীগের মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় করে নিজেকে নৌকার প্রার্থী ঘোষনা করলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আলহাজ মনোয়ার হোসেন। গতকাল কালীঘাট বাসষ্ট্যান্ড এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এর অতিরিক্ত এ্যাটোর্ণি জেনারেল ও প্রচিকিউটর এ্যাড.মোহম্মদ আলী, ঢাকা জেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি মজিবর রহমান, বর্তমান সহ সভাপতি ঢাকা জেলা এস এম নজরুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগটনিক সম্পাদক আশরাফুল আলম সুমন, ঢাকা জেলা ছাত্রলীগের সদস্য হান্নান আহম্মেদ, কুল্লা ইউনিয়ন ছাত্র লেিগর সাধারণ সম্পাদক মোতালেব হোসেন টিটু, বালিয়া ইউপি সদস্য আলী হোসেন ও সেলিম প্রমুখ। মতবিনিময়কালে আলহাজ মনোয়ার হোসেন ১/১১সময়ে দলের জন্য নিজের কর্মতৎপরতার বিভিন্ন ভূমিকা কথা তুলে ধরেন। সেইসাথে বলেন, ধামরাইকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে থাকবেনা কোন দখল বানিজ্য,থাকবেনা সন্ত্রান,থাকবেনা মাদক, থাকবেনা কোন হানাহানি।পরিশেষে মনোয়ার হোসেন বলেন, আমি যেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে নির্বাচন করে জয়যুক্ত হতে পারি তার জন্য দোয়া করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ