বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারের টেকনাফের সাবরাং নয়াপাড়া সীমান্ত থেকে প্রায় ১৩ কোটি টাকার ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় ।
২ বডার্র গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কণের্ল এস এম আরিফুল ইসলাম জানান, ৩০ জুলাই রবিবার ভোরে সাবরাং বিওপি বিজিবির হাবিলদার মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সাবরাং বিওপির ৫শ গজ দক্ষিণে লাফারঘোনা এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান প্রবেশ করার গোপন সংবাদে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় ৪/৫ জন লোক চারটি বস্তা মাথায় করে আসার পথে বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া দিলে এক পর্যায়ে ইয়াবা পাচারকারীরা ইয়াবার বস্তা ফেলে পার্শ্বের গ্রামের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বল জানায়। এতে বিজিবি ওই এলাকায় তল্লাশি চালিয়ে চারটি বস্তা ইয়াবা উদ্ধার করে। সেখানে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৯০ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।