Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:৫৮ পিএম

বগুড়ায় ধর্ষণের ঘটনা ফাঁস করায় ধর্ষিতা তরুণী ও তার মাকে মধ্যযগীয় কায়দায় বর্বর নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
রবিবার তিনি একথা বলেন। এর আগে চাঞ্চল্যকর এ ঘটনায় শুক্রবার গভীর রাতে বগুড়া সদর থানা পুলিশ শহরের চকসূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে শহর শ্রমিক লীগের সভাপতি তুফান সরকার, তার সহযোগী আলী আজম দিপু, আতিকুর রহমান ও রুপম হোসেনকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, বগুড়া বাদুড়তলা এলাকার এক চা বিক্রেতার কিশোরী মেয়ে এবার এসএসসি পাস করে। প্রতিবেশী আলী আজম দিপু তাকে শ্রমিক লীগ নেতা তুফান সরকারের মাধ্যমে সরকারি কলেজে ভর্তি করে দেয়ার প্রস্তাব দেয়। দিপু ওই কিশোরীকে মোবাইল ফোনে তুফান সরকারের সঙ্গে কথাও বলিয়ে দেয়। এরপর গত ১৭ জুলাই তুফান সরকার তার সহযোগীর মাধ্যমে ওই কিশোরীকে বাসা তুলে নিয়ে দিনভর তাকে আটকে রেখে ধর্ষণ করে। এতে ওই কিশোরী অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পাশাপাশি বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখানো হয়।



 

Show all comments
  • Md. Harun-ur-Rashid ৩০ জুলাই, ২০১৭, ৪:০৬ পিএম says : 0
    Dear secretary, they must need cross fire, no delay just now. A small candle flame is enough to destroyed a big city within hours. Time is passing on the rocket of light per second 1.86 lac miles.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ