Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে পানিতে ডুবে ৪ ভাই-বোনের মৃত্যু

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:২১ পিএম

নাটোর জেলার গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা গ্রামে পানিতে ডুবে চার ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
ওই শিশুরা হলো বাবলাতলা গ্রামের শিমুল মোল্লার মেয়ে সন্ধ্যা (৮) ও ছেলে রাব্বী (৪) এবং শিমুলের সহোদর মিন্টু মোল্লার মেয়ে মেঘলা (৭) ও রাব্বানী (৪)। বিকালে ওই চার শিশু একসঙ্গে খেলছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় তাদের খুঁজতে থাকে স্বজনরা। এর এক পর্যায়ে রাত ৮টার দিকে বাড়ির পাশের ডোবায় একজনের লাশ ভাসতে দেখা যায়।

এরপর ডোবায় গ্রামের লোকজন খোঁজা শুরু করলে একে একে চার ভাইবোনের লাশ পাওয়া যায়। বিয়াঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, মৃত চার শিশু একই পরিবারের। তারা আপন চাচাতো ভাই-বোন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ