Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেপিএম উৎপাদন বন্ধ পানি সঙ্কটে মিল শ্রমিক-কর্মচারীবৃন্দ

নদীর তলদেশে প্রধান পাম্পহাউজ বিকল

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই(রাঙ্গামাটি)উপজেলাসংবাদদাতা : কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)র, পাম্প হাউজ নদীর তলদেশে বিকল হওয়ার দরুন এক সাপ্তাহ যাবত উৎপাদন বন্ধ। পানির সঙ্কটের ফলে শ্রমিক-কর্মচারী ও আবাসিক লোকদের ভোগান্তি চরমে। কখন পানি সরবরাহ হবে তা নিশ্চিত করে কেই বলতে পারেনা। কাপ্তাই বড়ইছড়িস্থ ওয়া¹াছড়ায় কেপিএম মিলের পানি সরবরাহ প্রধান পাম্প হাউজি অবস্থিত। উক্ত পাম্প হাউজটি কর্ণফুলী নদীর সাথে সংযোগ থাকায় হঠ্যৎ করে পাম্পহাউজটি পানিজমে যান্ত্রিক ত্রæটি দেখা দিলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে মিলের উৎপাদন ও সকল শ্রমিক-কর্মচারী ও আবাসিক লোকদের পানি সরবরাহ বন্ধ থাকে। পানির পাম্পটি কর্ণফুলী তলদেশে খুব গভীরে হওয়ার দুরুন এবং কাপ্তাই স্প্রীল চালু থাকার দরুন যান্ত্রিক সমস্যাটি সঠিক ভাবে কাজ করা যাচ্ছেনা। এদিকে মিল কর্তৃপক্ষ নৌবাহিনী ডুবুরি দিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেপিএম এমডি ড.এম,এম এ কাদের বলেন, গত (শনিবার) ২২জুলাই১৭ইং তারিখ হতে এ সমস্যার কারণে মিল উৎপাদন বন্ধ রয়েছে। তবে আমরা এ সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। আগামী কয়েক দিনের মধ্যে একটি সমাধান হবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে আবাসিক এলাকার লোকজনের পানি সরবরাহ না থাকায় ছোট ছোট শিশু ও অসুস্থ লোকজন ভোগান্তি চরমে পর্যায়ে পৌছেছে। কেপিএম আবাসিক এলাকায় বসবাসরত কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইসচেয়ারম্যান নুর নাহার বেগম বলেন,পানি সঙ্কটের ফলে রান্না,বান্না, আনুসাঙ্গিক কাজ কর্মকরতে খুব কষ্ট হচ্ছে। বৃষ্টি হওয়ার দরুন সেই পানি ধরে রেখে এক সাপ্তাহ যাবত চলছি। তবে কখন কেপিএমে পানি আসবে সঠিক করে বলতে পাড়ছিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ