Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রী ও পুত্রকে জনগণ গ্রহণ না করায় অসুস্থ এমপি রাজু নিজেই প্রার্থী হয়েছেন -আ’লীগ নেতা সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : এবার রায়পুরার নির্বাচনী মাঠে নেমেছেন রায়পুরার এমপি ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই বহুল আলোচিত জনপ্রিয় আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু। ভাই’র কাছ থেকে গ্রীন সিগন্যাল না পেয়ে অবশেষে স্বপ্রণোদিত হয়েই তিনি রায়পুরার মাঠে নির্বাচনী প্রচারনায় অবর্তীন হয়েছেন। দীর্ঘ দিন পর রায়পুরায় আনুষ্ঠানিক আগমন উপলক্ষে গতকাল সকালে তার সমর্থকরা বিশাল মোটর গাড়ী ও মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে। আমীরগঞ্জ থেকে শুরু এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু নিজে। এরপর হাইরমারা মোড় হয়ে শোভাযাত্রাটি হাটুভাঙ্গা, পলাশতলীসহ বিভিন্ন এলাকা ঘুরে রায়পুরায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটি কয়েক কিলোমিটার এলাকা অতিক্রমকালে বিভিন্ন জনবহুল স্থানে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা সালাহ উদ্দিন বাচচু ও তাঁর নেতৃত্বাধীন শোভাযাত্রাটিকে হাত নেড়ে শ্লোগান দিয়ে অভিনন্দন জানায়। পথিমধ্যে তিনি কয়েকটি পথসভায় বক্তৃতা করেন। বক্তৃতাকালে সালাহ উদ্দিন বাচ্চু বলেন, তার বড় ভাই বর্তমান এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু শারীরিকভাবে খুবই অসুস্থ। তিনি ধারণা করেছিলেন ছোট ভাই হিসেবে রাজিউদ্দিন আহমেদ তাকেই পরবর্তী প্রার্থী হিসেবে মনোনীত করবেন। কিন্তু তিনি প্রথমে তার ছেলেকে প্রার্থী মনোনীত করেছিলেন। কিন্তু জনগন তা গ্রহণ করেনি। পরবর্তীতে তিনি মনোনীত করেন তার স্ত্রী কল্পনা রাজুকে। জনগন তাকেও গ্রহণ করেনি।
এ অবস্থায় অসুস্থতা সত্বেও তিনি নিজেই পূনরায় আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। এরই মধ্যে রায়পুরা রাজনৈতিক মাঠে বহুসংখ্যক প্রার্থী প্রচারনা শুরু করেছেন। আমি ভাই’র কাছ থেকে গ্রীন সিগন্যালের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু দীর্ঘ দিনেও বড় ভাই রাজু আমার প্রতি সদয় হননি। যার ফলে স্বপ্রনোদিত হয়ে সালাহ উদ্দিন বাচ্চু নিজে মাঠে নেমেছি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মির্জানগর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, ইদ্রিস আলী, কাউছার আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ