বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ থেকে : টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও ইয়াবা মামলার পলাতক আসামি মো. জামাল হোসেন মেম্বারকে একটি দেশীয় তৈরী এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও ১৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
তাকে টেকনাফ থানা থেকে মুক্তির দাবিতে তার তাঁর স্ত্রী খুরশিদা বেগমসহ সমর্থক ইয়াবা ব্যবসায়ীরা ভাড়াটে লোকজন নিয়ে মিছিল সহকারে থানা ঘেরাওয়ের চেষ্টাকালে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। গতকাল ভোররাতে তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র-কার্তুজ ও ইয়াবা উদ্ধার করে । ২৮ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে হ্নীলা বাজার থেকে এসআই বোরহান উদ্দীনের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে টেকনাফ থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, এ ইয়াবা গডফাদারের বিরুদ্ধে ইয়াবা ও অস্ত্র আইনে মামলা ছাড়াও এলাকায় ব্যাপক ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে। তিনি এবং তার ছেলে আজমের বিরুদ্ধে ইয়াবা অস্ত্রসহ অর্ধডজন মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৭৬৪ জনের তালিকায় হ্নীলা ইউনিয়নের গডফাদার হিসেবে তাঁর নাম রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।