Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানির সুষ্ঠু ব্যবস্থাপনা অপরিহার্য- জাবি ভিসি

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন, পানির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা প্রাণি ও মনুষ্য জাতির জন্য অপরিহার্য।
গতকাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘ট্রেইনিং অন ইটিপি অপারেশন এ্যান্ড মেইনটেনেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠান উদ্বোধনকালে এসব কথা বলেন ভিসি।
তিনি আরও বলেন, বিশুদ্ধ পানির যোগান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে নিয়োজিত ব্যক্তিদের কর্ম দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। উপাচার্য আশা প্রকাশ করেন, এ কর্মশালা থেকে পানি শোধনাগারে নিয়োজিত ব্যক্তিগণ সংশ্লিষ্ট কাজে নতুন নতুন পন্থা জানতে পারবে।
অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আমির হোসেন ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশবিজ্ঞান বিভাগের পানি শোধনাগার প্রকল্পের সাব প্রকল্প ম্যানেজার পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. খবির উদ্দিন। প্রশিক্ষণ কর্মশালায় পানি শোধন কাজে নিয়োজিত ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ