Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও কুষ্টিয়ায় সাবেক এমপি বদরুদ্দোজ্জা গামার ইন্তেকাল

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইচ চেয়ারম্যান অ্যাডভোকেট বদরুদ্দোজ্জা গামা আর নেই।গতকাল শনিবার বিকেলে ঢাকার ডেল্টা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নাল্লিলাহে ওয়া ইন্ন্াইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০বছর। স্ত্রীসহ আত্মিয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বদরুদ্দোজ্জা গামা নি:সন্তান ছিলেন। তিনি ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে কুষ্টিয়া-৩ (সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বদরুদ্দোজ্জা গামার মৃত্যুতে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুর রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আল-মামুন সাগরসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ