বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. মোঃ তাহির গুরুতর অসুস্থ। গত ২১ মে তার ছোট ছেলে মোঃ মামুনুর রশীদের আকস্মিক মৃত্যু ঘটে। ১৮ জুন তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তিনি এখন বিশিষ্ট নিউরোলজিস্ট অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ এবং অধ্যাপক ওয়াহিদুর রহমানের চিকিৎসাধীন। এছাড়া অধ্যাপক সৈয়দ আতিকুল হক, অধ্যাপক তোফায়েল আহমেদও সাবেক ভিসিকে দেখেন। স্ট্রোকের পর তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না, কথা বুঝতে এবং পরিচিত জনকে চিনতেও পারছেন না। শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের সহকারি অধ্যাপক ডা. আহসান উদ্দীন আহমেদও ভিসিকে দেখছেন। বর্তমানে তিনি রাজধানীর কলা বাগানের ১টি ক্লিনিকে ভর্তি আছেন। স্ট্রোকের পর ঈঞ ঝপধহ, গজও পরীক্ষায় দেখা গেছে তাঁর ডিমেনসিয়া রোগে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। তাঁর পুত্র মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মোঃ হারুনুর রশীদ, সহকারী অধ্যাপক, ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। তিনি আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও দেশবাসীর কাছে তাঁর পিতার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।