Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামনগরে বিশ^ বাঘ দিবস পালিত

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : ‘বাঘ আমাদের গর্ব, বাঘ রক্ষা করব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ^ বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল শনিবার সকালে শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি স্থানীয় সুন্দরবন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারি, ওয়াইল্ডটিমের সদস্যরা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরে বিদ্যালয় চত্বরে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জি,এম সালাউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মাকসুদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার আবু জাফর আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বাঘ বেঁচে থাকলে সুন্দরবন বাঁচবে। তাই, বাঘ শিকারিদের অপতৎপরতা বন্ধ করতে না পারলে ভবিষ্যতে সুন্দরবনে বাঘের অস্তিত্বই বিলুপ্ত হবে। বক্তারা এ সময় বাঘ শিকার ও পাঁচার বন্ধ, বাঘের খাদ্য সুন্দরবনের হরিণ রক্ষাসহ সন্নিহিত লোকালয়ের অধিবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ