Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ছাগলনাইয়া মহিলা কলেজের এইচএসসিতে সাফল্য

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের ফলাফল বিপর্যয়ের মধ্যেও ছাগলনাইয়া মহিলা কলেজ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। অত্র কলেজ থেকে ৫৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৯জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৮৫.৯৬। পাশের দিক থেকে ফেনী জেলায় কলেজটির অবস্থান ২য়। কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল মতিন ভূঁঞা বলেন, গত বছর কলেজের পাশের হার ছিল ৬৭.৬৮। ছাগলনাইয়া উপজেলার মধ্যে ৩য় স্থান অর্জন করেন। ছাগলনাইয়া এডুকেয়ার সোসাইটির পরিচালকবৃন্দ, শিক্ষক ও ছাত্রীদের নিরলস পরিশ্রমের ফলেই এ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। আমরা চাই পাশের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উল্লেখ্য, নারী শিক্ষা প্রসারে ছাগলনাইয়া এডুকেয়ার সোসাইটির পৃষ্ঠপোষকতায় এবং অর্থায়নে গত ২০১৪ সালে ছাগলনাইয়া মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ