Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানি নিষ্কাশনেরড্রেন নির্মাণ রাজবাড়ী পানিবদ্ধতা থেকে রক্ষা পাবে পৌরবাসী

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


গোয়ালন্দ ( রাজবাড়ী ) উপজেলা সংবাদদাতা ঃ রাজবাড়ী পৌরসভার আনছার ক্যাম্প হতে ব্যাংকপাড়া হয়ে চত্রা বিল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ইউজিপিআইআইপি-৩ এর আওতায় ড্রেন নির্মাণ কাজ শেষ হওয়ার পথে।এই ড্রেনটি নির্মাণ হওয়ায় রাজবাড়ী পৌরসভার প্রায় ৫ কিলোমিটার জায়গার উপর বসবাতরত ৩০ হাজার মানুষ পানিবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে বলে জানাগেছে।
গতকাল সকালে ওই রেলিং কাজের উদ্বোধন করেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এ এইচ এস মহম্মদ আলী খান, প্রমুখ। এ সময় বক্তারা জানান, পৌরসভার আয় ও সৌন্দর্য বর্ধনে বহুতল বিশিষ্ট মার্কেট ভবন নির্মাণ, পরিবেশ দুষণমুক্ত করতে আধুনিক ল্যান্ড ফিল্ড, পার্কের আদলে রেলওয়ে পুকুর সংস্কার, চারপাসে ওয়ার্কসপ নির্মাণ, বিনোদন কেন্দ্রে গড়ে তোলার প্রকল্প গ্রহন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ