বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রির্পোটারঃ দেশের কোন কোন অঞ্চলে বন্যার পানি কমলেও অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছে। তাদের ভোগান্তির কোন শেষ নেই। টানা বৃষ্টিপাতে রাজধানী ঢাকা ও চট্রগ্রামের রাস্তাগুলোও বারবার তলিয়ে যাওয়ায় বিপুল পণ্যসামগ্রী নষ্ট হচ্ছে। এমতাবস্থায় চাল, ডাল, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু-হু করে বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার ও প্রশাসন ব্যর্থ। এ অবস্থা চলতে পারেনা। গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, বন্যা কবলিত অসহায় জনগণকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া এবং দ্রব্যমূল্যের উধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সরকাররেই দায়িত্ব। তিনি আরো বলেন দুদর্শাগ্রস্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিৎ। এজাতীয় কাজে অংশগ্রহণকারীদের জন্য কুরআন ও হাদীসে অনেক ফজীলত বর্ণিত হয়েছে। তিনি বলেন, সামনে আরো ভয়াবহ বন্যা দেখা দিতে পারে তাই তার পূর্বেই সংশ্লিষ্ট সবাইকে সতর্কতামুলক ব্যবস্থা করতে হবে। পানি নিস্কাশনে সিটি কর্পোরেশনকে যথাযথ উদ্যোগ নিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।