Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কামরাঙ্গীর চরে ছাত্রলীগের দুই গ্রæপে সংঘর্ষ ৩ পুলিশ আহত

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : রাজধানীর কামরাঙ্গীর চরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতভর এই সংঘর্ষ চলার পর একটি গ্রæপের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। ছাত্রলীগের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এএসআই নুর হোসেনসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়ে দুই গ্রুপকে শান্ত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ছাত্রলীগ কামরাঙ্গীর চর থানা শাখার যুগ্ম সম্পাদক দাবিদার সাইদুর রহমান রতন ও অপর যুগ্ম সম্পাদক দাবিদার মোরসালিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে থানার ওসি শাহীন ফকির জানান। কামরাঙ্গীর চর থানার ওসি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বড়গ্রাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষ দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে তারা ককটেলও নিক্ষেপ করে। পরে রতন গ্রুপ চেয়ারম্যান বাড়ী মোড়ে জড় হয়। সেখানে পুলিশের ওপর রতন গ্রুপের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও ৯ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ