বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্বপাশের রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানিয়েছে বায়তুল মোকাররম মুসল্লি পরিষদ। রাস্তাটি খুলে দেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনকে একমাসের আল্টিমেটামও দিয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ রাখার প্রতিবাদে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ সংগঠনের নেতারা এ দাবি জানান।
সমাবেশে নেতারা বলেন, দৈনিক বাংলামোড়ের রাজউক অ্যাভিনিউয়ের প্রধান সড়কে অবস্থিত বায়তুল মোকাররমের পূর্বপাশে রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ রাখায় মুসলিদের অনেকদূর ঘুরে মসজিদে যাওয়া আসা করতে হয়। এই রাস্তা বন্ধ রাখার কারণে মসজিদের পাশে ফাঁকা জায়গায় মাদক ও অসামাজিক কার্যকলাপ চলে। তাই রাস্তাটি খুলে দিয়ে পুরো রাস্তাটি পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে।
নেতারা একমাসের মধ্যে রাস্তাটি খুলে দিয়ে পূর্বপাশের রাস্তায় মুসলিদের চলাচলের ব্যবস্থার দাবি জানান।
বায়তুল মোকাররম মুসল্লি পরিষদের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসল্লি পরিষদের সভাপতি আমীর আলী হাওলাদার, মাওলানা হাফেজ আব্দুস সাত্তার, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দ, অ্যাডভোকেট, এখলাস উদ্দিন ও তাজুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।