Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পানিবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধন

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগে টানা বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধাতা থেকে সৃষ্ট বন্যার পানি অপসারণের দাবিতে মানববন্ধন করেছে পানিবন্ধী পৌরসভার ১নং ওয়ার্ড বাতানিয়া গ্রামের কয়েকশ মানুষ। গতকাল শুক্রবার সকালে ১১টারদিকে সেনবাগ পৌরসভার চরপুকুরিয়া-শাহ আলম সড়কে পানিতে নিমজিত হাটু পানিতে দাড়িয়ে ওই মানববন্ধন করেন পানি বন্ধি এলাকাবাসী। ভুক্তভোগী এলাকাবাসী জানায়, সেনবাগ পৌরসভার অন্যন্য ওয়ার্ডে উন্নয়ন হলেও বাতানিয়া ওয়ার্ডে কোন উন্নয়ন হয়নি। তাদের ওয়ার্ডে অধিকাংশ রাস্তাঘাট এখনো কাঁচা। গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে ওই ওয়ার্ডে বাড়িঘর স্কুল ও রাস্তাঘাট হাটু পানিতে ডুবে রয়েছে। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ পানি নিস্কাশনে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তাই তারা অভিলম্ভে ওই ওয়ার্ডের জলাবদ্ধতা থেকে সৃষ্ট বন্যান পানি নিস্কাশনের শেখ সুফি খাল থেকে অবৈধ ভাবে দেওয়া বাধ ও দোকান-পাট উচ্ছেদ এবং খালে পেনা অপসারণের দাবি জানান। ভুক্তভোগী বাদশা মিয়া প্রকাশ ওহাব, আবদুর রব, মানু মিয়া, আলী আহম্মদ, হোসেন, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম নেতৃত্বে ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানায়, তারা পৌরসভার বাসিন্দা হয়ে সকল ধরণের টেক্স দিচ্ছেন। কিন্তু তাদের নেই বিদ্যুৎ ,গ্যাস ও সড়ক যোগাযোগের উন্নত ব্যবস্থা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ