Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়ীকে মানসিক নির্যাতনের অভিযোগ

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : বোয়ালমারী বাজারের ব্যবসায়ী ভোলানাথ কুন্ডুকে মানসিক ভাবে দীর্ঘ বছর ধরে নির্যাতন চালিয়ে আসছে একই উপজেলার আবু বক্কার মোল্লার পুত্র মোঃ হাসান মোল্লা। জানা যায়, শত বছর ধরে বোয়ালমারী বাজারে বসবাস করে আসছে ভোলানাথ কুন্ডুর পরিবার। ভোলানাথ কুন্ডুর পার্শ্ববর্তী প্লটটি ভুয়া দলিল বানিয়ে ক্রয় সূত্রে মালিক দেখিয়ে হাসান মোল্লা বর্তমানে দখলে রয়েছে। এর সাথে ভোলানাথ কুন্ডুর দুই শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছে হাসান মোল্লা। দখলকৃত জমি মোঃ হাসান মোল্লাকে ছেড়ে দিতে বলায় ভয়ভীতি প্রদর্শন এবং নির্যাতন করে আসছে। মোঃ হাসান মোল্লা বছর পূর্বে পাশের প্লটটি মার্কেট নির্মাণ করার জন্য ভোলানাথের জমিসহ মাটি কেটে গর্ত করে কেটে রেখেছে। এখন আর মার্কেট নির্মাণ করছে না। এই নির্মাণ না করার কারণে ভোলানাথের ব্যবসা প্রতিষ্ঠানটি ভেঙ্গে পড়ছে। এত যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবি করেন ভোলানাথ কুন্ডু। তিনি আরো জানান, একাধিকবার এই গর্ত পূরণ করার জন্য তাগিদ দিলেও হাসান মোল্লা কোনো তোয়াক্কা করছে না। নিরুপায় হয়ে ভোলানাথ কুন্ডু প্রতিকার চেয়ে বোয়ালমারী এসিল্যান্ডের নিকট একটি মানবিক আবেদনও করেন। এ বিষয়ে মোঃ হাসান মোল্লার সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ