Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বিষপানে নববধূর আত্মহত্যা

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা :পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামের দিন মজুর সুখ রঞ্জন হালদারের মেয়ে রিতা রানি (১৮) নামের এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছে। থানা পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। পরিবারের দাবি সে বেশ কিছু দিন ধরে মানষিক ভারসাম্যহীন ছিল। রিতা রানি ও পাথরঘাটা থানার জালিয়া ঘাটা গ্রামের বিধান গোমস্তার স্ত্রী। থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় একমাস আগে পার্শ্ববর্তী পাথরঘাটা থানার জালিয়া ঘাটা গ্রামের মৃত বলরাম গোমস্থার ছেলে বিজন গোমস্থার সঙ্গে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামের সুখ রঞ্জন হালদারের মেয়ে রিতা রানির বিয়ে হয়। গত বুধবার সকালে রিতা রানি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ফিরে আসেন। ওই দিন বিকালে রহস্যজনক কারণে পরিবারের লোকজনের অগোচরে ঘরে রক্ষিত বিষপান করে সে গুরুতর অসুস্থ্য হয়ে পরেন। পরে পরিবারের লোকজন ওই রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিতা রানি মারা যান। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে। মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, গৃহবধূ রিতা রানির লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ