Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আশুলিয়ায় পোশাকশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১১:৪৫ এএম

ঢাকার আশুলিয়ায় এক পোশাকশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লাশটি তার শোয়ার ঘর থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

আশুলিয়া থানার ওসি জানান, নিহতের নাম মাহফুজা বেগম (২৭)। তিনি এনায়েত মোল্লার বাড়িতে সপরিবার ভাড়া থেকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এনভয় পোশাক কারখানায় কাজ করতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ওজান গ্রামে।

জামগড়ার রূপায়ণ ১ নম্বর গেইটে এনায়েত মোল্লার বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, মাহফুজা তার দিনমজুর স্বামী লাভলু মিয়ার সঙ্গে ওই বাড়ির একটি ঘরে চার মাস ধরে ভাড়ায় থাকছিলেন। প্রতিবেশীরা সারাদিন তাদের কোনো সাড়া না পেয়ে সন্দেহ করে। পরে ঘরের ভেতর লাশ পাওয়া যায়। তার গলায় ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। বুধবার রাতে স্বামী লাভলু তাকে হত্যা করে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ