Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যালিকার গলা কেটে স্ত্রীকে কুপিয়ে যুবকের আত্মহত্যা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১১:২৩ এএম

বরিশাল নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকায় সাদিয়া নামে এক শ্যালিকার গলা কেটে হত্যার পর সজীব (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে ওই যুবক তার স্ত্রীকে কুপিয়ে জখম করে।

আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত স্ত্রী সুমাইয়াকে (১৮) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমাইয়ার বরাত দিয়ে কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম জানান, স্বামী সজীবের বাড়ি বরিশালের উজিরপুরে। খুন হওয়া শ্যালিকা সাদিয়ার বয়স চার বছর। পারিবারিক কলহের কারণে সুমাইয়া স্বামীর সঙ্গে না থেকে শিশু সন্তান নিয়ে পুরানপাড়া এলাকায় নিজের মায়ের কাছে থাকতো।

ওসি আরও জানান, স্ত্রীকে বেশ কয়েকবার উজিরপুরে নিজ গ্রামের বাড়ি নেয়ার চেষ্টা করে সজীব। এতে সে প্রতিবারই ব্যর্থ হয়। শুক্রবার সকালে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সজীব সাদিয়ার গলা কেটে সুমাইয়াকে কুপিয়ে জখম করে। পরে সজীব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ময়নাতদন্তের জন্য সাদিয়া ও সজীবের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ