Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ষষ্ঠবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নাটকীয়ভাবে জোট বদলের মধ্যে দিয়ে ষষ্ঠবারের মতো বিহার রাজ্যে বিধানসভার মুখ্যমন্ত্রী হলেন ভারতের বহুল আলোচিত রাজনীতিক নীতিশ কুমার। গতকাল বৃহস্পতিবার সকালে বিহারের রাজ ভবনে শপথ গ্রহণ করেন তিনি। তবে এবার উপমুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য সরকার পরিচালনায় তার সঙ্গী হয়েছেন বিজেপির সুশীল কুমার মোদি। বিহারের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল আরজেডির নেতা ও লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী ছিলেন। নীতিশের জোট বদলের কারণে পদ হারাতে হলো তাকে। নীতিশ কুমারের অভিযোগ, তেজস্বী যাদবের কারণেই তিনি পদত্যাগ করেছেন। সিআইবির দুর্নীতি মামলায় তেজস্বীর নাম আসা সত্তে¡ও তার বাবা লালু প্রসাদ গত বুধবার বলেন, তার ছেলে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবে না। এরপরই নীতিশ নতুন জোটের সঙ্গে যোগ দেয়ার ঘোষণা দেন এবং বুধবার সন্ধ্যায় গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন। ২০১৩ সালে নরেন্দ্র মোদির বিরোধিতা করে বিজেপির সঙ্গে জোট ভেঙে দিলেও আবার সেই বিজেপির সঙ্গে সরকার গঠন করলেন নীতিশ কুমার। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ