রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : উপজেলার বালিয়ান ইউনিয়সে অনুমোদনহীনভাবে গড়ে উঠা পোল্ট্রি খামারীদের পচা-দুর্গন্ধ বর্জ্যরে গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাবাসী। পচা-দুর্গন্ধ পরিবেশ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন বালিয়ান ইউনিয়নের তেলিগ্রামের বাসিন্দারা। জরুরী ভিত্তিতে খামারটি অন্যত্র স্থানান্তরে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। বালিয়ানের তেলিগ্রাম বাসিন্দা হাজী আলা বক্সের পুত্র দুলাল মিয়া নিয়মনীতির কোন তোয়াক্কা না করে ঘনবসতী এলাকায় ব্যবসায়ীক উদ্যেশ্যে বর্জ নিস্কাশনের কোন ব্যবস্থা না করে পোল্ট্রি খামার গড়ে তুলেছেন। পোল্ট্রি খামারের পচা বর্জ্য থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে পোহাতে হচ্ছে পোল্ট্রি খামার সংলঘœ বসতকৃত এলাকাবাসীসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষগুলোর। বসতকৃত এলাকাবাসী মোঃ আরিফুল রহমান জানায়, স্থানীয় ভাবে এলাকাবাসী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ অন্যত্র খামারটি স্থানন্তরের জন্য পোল্ট্রি খামার মালিক দুলাল মিয়াকে জানালে তিনি কোন কর্নপাত না করে আরো বৃহৎ আকারে গড়ে তুলেছেন নিজ খামার। সাবেক উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নানকে বিষয়টি অবহিত করলে তিনি সরেজমিনে এসে দুলাল মিয়াকে পোল্ট্রি খামার বন্ধের নির্দেশ দেন। তাতেও খামার মালিকের টনক নড়েনি। এলাকাবাসী পোলট্রি খামারটি অন্যত্র স্থাপনের দাবী জানিয়ে পরিবেশ দুষণসহ বিভিন্ন রোগবালাই খেকে রক্ষায় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তড়িৎ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।