Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে মোটর সাইকেলের ধাক্কায় যুব সংহতির সভাপতি নিহত

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ৪:৫৭ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় যুব সংহতির উপজেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম(৪০) নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার রামরায়গ্রামের মৃত রসুল আহম্মেদের পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা জাতীয় পার্টির(এরশাদ) সেক্রেটারি মোঃ খোরশেদ আলম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম বাজারের রেজিস্ট্রি অফিসের সামনে রিকশায় উঠায় সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল শহিদুল ইসলামকে ধাক্কা দেয়। এতে শহিদুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল সেন্টার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে উপজেলা যুব সংহতির সভাপতি শহিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব খায়েজ আহমদ ভূঁইয়া, সেক্রেটারি খোরশেদ আলম, জাপা নেতা মোঃ শাহজাহান, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী এম এ খায়ের মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ