বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা ও নড়াইল জেলার পুলিশ সুপারের তাৎক্ষনিক পদক্ষেপে মৃত্যুর কাছ থেকে ফিরে এলো অপহৃত ১০ বছর বয়সী শিশু বাবু । নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় বাবুর বাড়ি । ঐ স্থানের একটি চায়ের দোকান থেকে দুলাল ও তার পুত্র দিপু বাবুকে ডাক দেয়। বাবু তাদের ডাকে কাছে গেলে কৌশলে চেতনা নাশক ইনজেকশন দিয়ে বাবুকে অজ্ঞান করে অপহরণকারীরা গত ২৫ জুলাই সকালে। তারপর বাবুর পরিবারের কাছে বিভিন্ন মোবাইল সীম নম্বর থেকে মোবাইল করে মুক্তিপণ দাবি করে। নড়াইল পুলিশ সারারাত বিভিন্ন স্থানে তল্লাশী চালায়। অপহরণকারীরা শিশু বাবুকে নিয়ে পাবনা জেলার চাটমোহর উপজেলায় চলে আসে। বিষয়টি নড়াইল পুলিশ পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীরকে (পিপিএম) অবহতি করলে তিনি যে কোন মূল্যে বাবুকে উদ্ধারের জন্য পুলিশকে নির্দেশ দেন। চাটমোহর এএসপি সার্কেল, তাপস কুমার পাল, চামোহর থানার ওসি আহসান হাবিব, ডিবি পুলিশ, সংশ্লিষ্ট থানা পুলিশ ও থানার সোর্স সব এক সাথে অভিযানের সিদ্ধান্ত নেয়। বিষয়টি অপহরণকারী গ্যাং জানতে পেরে বাবুকে মেরে ফেলে নিজেরা নির্দোষ সাজার সিনেমাটিক পদ্ধতি অবলম্বন করে। বাবুকে চাটমোহর উপজেলার নদীতে তাকে হত্যার উদ্দেশ্যে চুপিয়ে ধরে। বাবু মারা গেছে ভেবে তাকে ছেড়ে দিয়ে অপহরণকারীরা চলে আসে। বাবু ভালো সাতারু ছিল। তাকে নদীতে চুপিয়ে রাখার সময় সে দমবন্ধ করে রাখে। পরে ডুব সাঁতার দিয়ে কচুরিপানার মধ্যে লুকিয়ে কোন মতে নাক বের করে অক্সিজেন গ্রহণ করে। কচুরী পানার নিচে কিছুক্ষণ পর ডুব সাঁতার দিয়ে দূরে গিয়ে ডাঙ্গায় উঠে নিকটবর্তী বাজারে গিয়ে লোকজনদের বিষয়টি জানায়। স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ বাবুকে তাদের হেফাজতে নিয়ে যায়। অপহরণকারী দুলাল ও দিপু পলাতক রয়েছে। চাটমোহর থানার ওসি জানান, অপহৃত বাবু নড়াইল জেলার বোম্বা গ্রামের ফিরোজ হোসেনের পুত্র। তার এলাকায় অপহরণকারী চক্র গড়ে উঠতে পারে। এ ব্যাপারে পুলিশকে সজাগ থাকতে বলা হয়েছে। পাবনা ও নড়াইল পুলিশ অপহরণকারীদের ধরতে জাল বিস্তার করেছে বলে আজ বৃহস্পতিবার ওসি জানান। পাবনার পুলিশ সুপার আশপাশে সন্দেহভাজন কোনো কিছু নজরে আসলে পুলিশকে জানাতে অনুরোধ করেছেন। তাহলে যে কোনো ধরণের অপরাধ দমন এবং নির্মূল করা সহজ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।