Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের রসুলপুরে সেফটি ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ৩:১৩ পিএম

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রসুরপুরে সেফটি ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনীল চন্দ্র দাশ (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)।
স্থানীয়রা জানান, নিহতদের একমাত্র ছেলে ঢাকায় একটি ব্যাংকে চাকুরী করেন। ফলে অনীল চন্দ্র ও তার স্ত্রী দুজনে তাদের বাড়িতে থাকতো। সকাল ১০টার দিকে স্থানীয়রা তাদের বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে ডাকাডাকি করে। এসময় বাড়িতে তাদের না পেয়ে আশে পাশে খুঁজতে থাকে। পরে বেলা ১২টার দিকে তাদের বাড়ির সেফটি ট্যাংকে অনীল চন্দ্র ও তার স্ত্রীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১টার দিকে টাঙ্গাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূঁইঞা জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে, গত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে তাদের হত্যার পর লাশ ফেলে গেছে। অনুসন্ধানের পর বিস্তারিত বলা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ