Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:২২ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ৭৯ হাজার ২৭৩ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হচ্ছে আকিয়াব জেলার মংডু দলিয়াপাড়া গ্রামের আবুল বশারের ছেলে মো. জুনায়েদ (২০), ও একই এলাকার নুর আলমের ছেলে মোহাম্মদ জোহার (৩০)।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরে সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া এলাকার নাফ নদী দিয়ে ইয়াবার চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে- এই সংবাদের ভিত্তিতে অভিযানে প্রস্তুত থাকে। টহলদল নৌকায় আরোহিত দুইজন ব্যক্তিকে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পাওয়া মাত্র ইয়াবা পাচারকারীরা নৌকাটি ইউটার্ন করে মিয়ানমারের দিকে গমনের প্রাক্কালে নৌকাটি নদীতে ডুবে যায়। এমতাবস্থায় দমদমিয়া বিওপির সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে অপর একটি টহলদল স্পীডবোট নিয়ে ধাওয়া করে ইয়াবা পাচারকারী দুইজন মিয়ানমার নাগরিককে নাফ নদী হতে উদ্ধার করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ধৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী নৌকা ডুবে যাওয়া এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ৭৯ হাজার ২৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিকমূল্য ২ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৯শ টাকা।
২ বজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সংবাদরে সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ধৃত আসামিদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের এবং উদ্ধারকৃত ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ