বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গণতান্ত্রিক শক্তির ঐক্যের বিকল্প নাই : জেবেল রহমান
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় মজলুম জননেতা মওলানা ভাসানীর প্রদর্শিত পথে গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেণ বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি। মহান মুক্তিযুদ্ধের চেতনা বহুদলীয় গণতন্ত্র আজ পদদলিত-লাঞ্চিত বলে তিনি আরও বলেন, গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে গণশক্তি গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
গতকাল বুধবার বিকালে নীলফামারীর ডিমলা হাউজ মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)'র ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন গাণি। ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ন্যাপ নীলফামারী জেলা উপদেষ্টা আবদুর রহমান, যুগ্ম আহŸায়ক মো. ওয়াহিদুর রহমান, ডিমলা উপজেলা আহŸায়ক শাহ আজিজুল ইসলাম, সদস্য সচিব মো. মোফাক্কারুল ইসলাম পেলব, যুগ্ম আহŸায়ক মোনাজ্জেম হোসেন দুদু, মজিবুর রহমান বুলবুল, ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ ডিমলা উপজেলা আহŸায়ক আবদুল মান্নান প্রমুখ। এসময় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন দলীয় প্রধান গানি।
জেবেল রহমান গানি বলেন, আকাশছোঁয়া স্বপ্ন, দিগন্ত বিস্তুৃত প্রত্যাশা নিয়ে এদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার পর তাদের সেই স্বপ্ন ও প্রত্যাশা ধ্বংস হয়ে গিয়েছিল। আবারো মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে ডিজিটাল কায়দায় একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে আওয়ামী লীগ।
তিনি বলেন, বহুদলীয় রাজনীতি যদি না থাকে তাহলে সমাজ রাষ্ট্রে অশুভ ও অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটতে বাধ্য। আর অশুভ শক্তির উত্থান হচ্ছে বর্তমান সরকারের ভুল নীতির কারণে।
###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।