বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক : লন্ডনের পূর্বাঞ্চলে অ্যাসিড হামলার শিকার হয়েছেন দুই বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ। এদের একজনের নাম সাখাওয়াত হুসাইন (২৪) বলে জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি। গত মঙ্গলবার নগরের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের রোমান রোডে এই হামলা হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলোই হামলার শিকার দু’জনকে ‘বাঙালি তরুণ’ বলে উল্লেখ করেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি।
পুলিশ জানায়, রোমান রোডের এক দোকানী তাদের জরুরী খবর দিলে এসে তারা দুই তরুণকে উদ্ধার করেন। ওই তরুণরা অ্যাসিড হামলার শিকার হয়েছে বলে চিৎকার করছিল সে সময়। এটি অ্যাসিড হামলা কি না তা নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ বলছে, অ্যাসিডের মতো দাহ্য পদার্থ দিয়ে হামলা চালানো হয়েছে। যার কারণে দুই তরুণের মুখ ও ঘাড়ের চামড়া বিকৃত হয়ে গেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে ধরতে তৎপরতা চালাচ্ছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
লন্ডন মহানগর পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুই তরুণকেই ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার পর নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়। গত ১৫ জুলাই লন্ডনে বিক্ষিপ্ত অ্যাসিড হামলায় ৫ জন ঝলসে যাওয়ার প্রায় দু’সপ্তাহ পর এই হামলা হলো। এ ধরনের হামলাকে সাম্প্রদায়িক ‘হেট ক্রাইম’ বলে উল্লেখ করেছে স্থানীয় প্রশাসন। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।