Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের আগে ভয়াবহ বন্যার শঙ্কা রয়েছে -পানিসম্পদ মন্ত্রী

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এ বছর অন্যবারের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। ফলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি অর্থাৎ ঈদের আগেই ভয়াবহ বন্যার শঙ্কা রয়েছে বলে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন। মন্ত্রী বলেন, এবার দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে। সামনে পদ্মা, মেঘনা, যমুনার পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একই সময়ে তিনটি নদীর পানি বৃদ্ধি এবং অমাবস্যা হলে সাধারণত বাংলাদেশে বন্যা হয়। তাই আগস্টের মাঝমাঝি বড় ধরনের বন্যার শঙ্কা রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনে প্রশাসকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্ম-অধিবেশনে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী। শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি জানান, মন্ত্রণালয়ের মোট বাজেটের অর্ধেকই আগামী বছর ড্রেজিংয়ের জন্য বরাদ্দ থাকবে। এই টাকা দিয়ে পানিপ্রবাহ বৃদ্ধির জন্য নদ-নদীগুলো ড্রেজিং করা হবে। জেলা প্রশাসকরা নদ-নদীগুলো ড্রেজিংয়ের কথা বলেছেন। তারা বলেছেন, ড্রেজিং হলে নদীভাঙন কম হবে।
জেলা প্রশাসকদের প্রতি পরিবেশ ও বনমন্ত্রীর আহ্বান : দেশের বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর বাসোপযোগী পরিবেশ নিশ্চিতকল্পে বলিষ্ঠ ভ‚মিকা পালনের জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিবসের প্রথম কার্য-অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ