Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী শিক্ষা বিস্তারে জামেয়ার অবদান অনস্বীকার্য

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ্ চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল মাস্টার্স কোর্সে পাঠদান অনুমতি প্রদান বিষয়ে রোববার ভিসির নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিদর্শন শেষে জামেয়ার ক্লাস, আইসিটি, আইটি, মাল্টিমিডিয়া ক্লাস, বিজ্ঞানাগার, লাইব্রেরী ও ভৌত অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে অধ্যক্ষ কার্যালয়ে মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা হাফেয মুহাম্মদ সোলাইমান আনসারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সূচনা বক্তব্য রাখেন জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্জুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।
ভিসি বলেন, জামেয়া বিশ্বব্যাপী ইসলামী শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখে চলেছে। আল্লাহর এক মহান অলির হাতে প্রতিষ্ঠিত এ জামেয়া ইসলামী শিক্ষা বিস্তার ও যোগ্য আলেম সৃষ্টিতে অনন্য। তিনি মাদরাসা শিক্ষার উন্নয়নে জামেয়ার শিক্ষকদের আরো বেশী দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করে ভবিষ্যতে ¯œাতক সম্মান ও ¯œাতকোত্তর পর্যায়ে জামেয়ার ভাল ফলাফল লাভ ও উত্তরোত্তর কল্যাণ কামনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ড. ইলিয়াছ সিদ্দিকীসহ মাদরাসার হাদিস, ফিক্হ, তাফসীর, অনার্স বিভাগ ও অন্যান্য বিভাগের প্রবীণ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ