বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার আদম আলী, নরসিংদী থেকে : নরসিংদীর শিক্ষাঙ্গনের প্রথম স্টার কলেজ হিসেবে পরিচিত নরসিংদী মডেল কলেজ চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে অতীত গৌরব সমুন্নত রেখেছে। এইচএসসি পরীক্ষায় প্রায় শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। ফলাফলের হার ৯৯.৫২ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন শিক্ষার্থী। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক জাকারিয়া প্রধান ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল হাই জানিয়েছেন, চলতি বছর জিজ্ঞান শাখায় ২৫২ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৯৫ জন এবং মানবিক শাখায় ৬৭জনসহ সর্বমোট ৪১৪ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৫২ জন, ব্যবসায় শাখায় ৯ জন সহ মোট ৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাবার গৌরব অর্জন করে। এসএসসিতে জিপিএ-৫ ফলাফল নিয়ে ৩৭ জন শিক্ষার্থী মডেল কলেজে ভর্তি হয়েছিল। কলেজের পরিচালক মোঃ কামরুল ইসলাম জানিয়েছেন, ২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠার পর ২০০৮ সালে ঢাকা বোর্ডে ৭ম স্থান অর্জন করে। নরসিংদীর শিক্ষাঙ্গনের ইতিহাসে এই ফলাফল ছিল প্রথম গৌরব জনক ফলাফল। যা নরসিংদীর শিক্ষাঙ্গনকে জাতীয় তথা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে। এর আগে নরসিংদীর শিক্ষাঙ্গনের কোন কলেজ এ ধরনের ফলাফল অর্জন করেছে বলে জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।