Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করলেন চসিক মেয়র নাছির

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : টানা ভারী বর্ষণ ও প্রবল জোয়ারে ক্ষতিগ্রস্ত নগরীর চকবাজার ও কাতালগঞ্জ এলাকার সড়ক পরিদর্শন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল (বুধবার) তিনি ওইসব এলাকা ঘুরে সড়ক ও নালা-নর্দমার অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি কাতালগঞ্জ ৩ ও ৪ নং রোডের মেরামত কাজের অগ্রগতি পরিদর্শন করেন। মেয়র চকবাজার ওয়ার্ডে এডিবির আওতায় ৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে সড়ক ও নালার নির্মাণ কাজও ঘুরে দেখেন। তিনি কাজের গুনগত মান ঠিক আছে কিনা তা প্রকৌশল বিভাগকে তদারকি ও জনদুর্ভোগ লাঘবে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রæত কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন। এ সময় তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদুল আলম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, সহকারী প্রকৌশলী মো. মেজবাহ উল আলম, উপ সহকারী প্রকৌশলী আবদুল হামিদ প্রমুখ মেয়রের সাথে ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ