Inqilab Logo

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১, ২২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আদমদীঘি আ. লীগের নেতা লায়ন আনছার আলী মৃধার ইন্তেকাল

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়ার) উপজেলা সংবাদদাত : নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হবেন এমন প্রত্যাশা নিয়েই না ফেরার দেশে চলে গেলেন বগুড়ার সান্তাহার শহরের বাসিন্দা আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ লায়ন আনছার আলী মৃধা (৬৯) মঙ্গলবার বিকাল ৫টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে স্থানী প্রতিভা ক্লিনিকে ও পরে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.........রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে ও বহু সংখ্যক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার কায়েত পাড়া গ্রামের মৃত ওসমান আলীর চতুর্থ ছেলে। ১৯৯৫ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং ঝিমিয়ে পরা আওয়ামী লীগকে জেগে তুলে তিনি খুব অল্প সময়ে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাচিয়া নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বলে জানিয়েছেন দলের তৃনমুলের ত্যাগী নেতা-কর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয় পাবেন এমন প্রত্যাশা নিয়ে দলের হাইকমান্ডের নির্দেশে এলাকার মাটি ও মানুষের সাথে মিশে দলের কাজ করতে থাকেন। হটাৎ তার এই মৃত্যুর খবর ছরিয়ে পরলে সান্তাহার, আদমদীঘি, দুপচাচিয়াসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল বুধবার বেলা ১১ টায় সান্তাহার স্টেডিয়াম মাঠে প্রথম ও উৎরাইল স্কুল মাঠে দ্বিতীয় যানাজা অনুষ্টিত হয়। বর্ষার বৃষ্টি অপেক্ষা করে তার যানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষের ঢলনামে। যানাজা শেষে গ্রামের বাড়ি কায়েতপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ