Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিঠুনের নতুন ভিডিও গান তুমি ছাড়া

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: চট্টগ্রামের প্রখ্যাত কন্ঠশিল্পী কল্যাণী ঘোষ ও তবলা বাদক অভিজিৎ চক্রবর্তীর পুত্র মিঠুন চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিও ‘তুমি ছাড়া’ প্রকাশিত হয়েছে। এতে মিঠুনের সাথে মডেল হয়েছেন জুঁই নারিকেল তেলের বিজ্ঞাপন করে আলোচনায় আসা শাহনাজ সুমি। গানটির অডিওতে মিঠুনের সাথে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রূপন্তী। শাহরিয়ার রহমানর নির্দেশনায় মিউজিক ভিডিওটি বঙ্গবিডির নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটি লিখেছেন রাসেল রহমান, সুর ও কম্পোজিশন করেছেন মিঠুন চক্রবর্তী নিজেই। মিঠুন চক্রবর্তী পেশায় ড্রামার ও মাল্টি পারকাশনিস্ট। তিনি ক্যারিয়ার শুরু করেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ূব বাচ্চুর সঙ্গে রিদমিস্ট হিসেবে। মিঠুন ২০০৬ সালে আইন বিষয় নিয়ে পড়াশুনা করতে লন্ডনে গিয়ে ড্রাম ও পারকাশন নিয়েও পড়াশুনা করেন। ২০১১ সালে ঘনিষ্ট বন্ধু হাবিব ওয়াহিদ এর সাথে বাজানো শুরু করেন।
এরপর কুমার বিশ্বজিৎ, নগর বাউল জেমস, অর্নবসহ আরো প্রখ্যাত শিল্পীদের সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন স্টেজে পার্ফরম করেন। ২০১৩ সালের ১৩ মার্চ বিসিবি কনসার্টে ভারতীয় জনপ্রিয় কন্ঠশিল্পী ও কম্পোজার এ.আর. রহমানের সাথে তবলা বাজিয়ে প্রশংসিত হন। ২০১৬ সালের ঈদ উল ফিতরে নিজের সুর ও কম্পোজিশনে ‘তুমি ছাড়া’ গানটি প্রকাশ করেন। এবার তার মিউজিক ভিডিও প্রকাশিত হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ